নওগাঁ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী টিপু

আল আমিন, (নওগাঁ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় নওগাঁ-৪ (মান্দা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।

আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ সক্রিয়তা ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।

মনোনয়ন ঘোষণার পর উপজেলায় বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার এই আসনে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে জামায়াতে ইসলামী প্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিবের। আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতি হবে একেবারেই ভিন্ন চিত্রের।

আরও পড়ুন  বিদেশিদের হাতে যাচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন
শেয়ার করুন

মন্তব্য করুন