ইসহাক সরকারসহ ১২ জনের কারাদণ্ড

এম এ জুহাইর

রাজধানীর কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ১২ জনের বিরুদ্ধে প্রত্যেকের ৭ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইবুনালু-১০ এর বিচারক মো. মামুনুর রহমান ছিদ্দিকীর আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ইমরান নাহিদ, শাহিন, সেন্টু, মাসুম, হায়দার আলী বাবলা, রিয়াজ উদ্দিন প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৮ মার্চ কোতয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আসামিরা বিএনপির হরতাল সফল করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক কামাল হোসেন আহত হন। এ ঘটনায় কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান  ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলাটি তদন্ত করে সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আরও পড়ুন  বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ছাড়েন না : শামীম ওসমান
শেয়ার করুন

মন্তব্য করুন