মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।।
বাঁশখালীতে লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৩ জনকে অভিযুক্ত করে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
১৬ জুলাই (মঙ্গলবার) উপজেলার চাম্বল,শীলকূপ ও উপজেলা জলদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় তিনজনকে অভিযুক্ত করে বিএসটিআই আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর খাদ্য দ্রব্য সমূহ বিনষ্ট করে দিয়েছে প্রশাসন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেসমিন আক্তার বলেন, লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পরিবেশন করায় চাম্বলে একজন, শীলকূপে একজন এবং উপজেলায় একজনসহ সর্বমোট তিনজনকে অভিযুক্ত করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর খাদ্য দ্রব্য সমূহ বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।