মানব সময় ম্যাগাজিনের ৭ম বর্ষপূর্তি উদযাপন মোড়ক উন্মোচন…
বার্তা প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম মডেল স্কুল মিলনায়তনে দৈনিক মানব সময়ের ৭ম বর্ষপূর্তিতে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল সকালে সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট লেখক, গবেষক ও মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ সাংবাদিক ক্লাবে’র চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান।
ম্যাগাজিনের মোড়ক উন্মোচনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন বাহার। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোসা: ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন প্রমূখ।
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে গতকাল মঙ্গলবার মানব সময়ের প্রকাশনাটি পাঠক ও লেখকদের মধ্যে উপস্থাপন করতে পেরে সম্পাদক ও প্রকাশক এবং কলাকৌশল গণ খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
পাঠকের হৃদয়ে আজীবন বেঁচে থাকুক মানব সময়।