বাঁশখালী সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।এ উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গানের পরিবেশনা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন শেখর দত্ত, ইউপি সদস্য শিল্পী রানী, অভিভাবক আব্দুল হক মেম্বার, সাবেক মেম্বার আব্দুল ওয়াহেদ, বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি জসীমউদ্দীন, সিনিয়র শিক্ষিকা মিসেস আলিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
