চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে কনসার্ট চলাকালে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের গুলিতে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডার আয়োজন ‘ফান অ্যান্ড রক ফেস্ট ২.০’ কনসার্টে গান পরিবেশন করছিল ব্যান্ড আর্টসেল। হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
সংঘর্ষে কনসার্ট পণ্ড হয়ে যায়, ভাঙচুর করা হয় কনভেনশন সেন্টারের জানালা ও চেয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ শটগান থেকে গুলি ছুড়ছে।
গুলিবিদ্ধ শরিফ (২৩) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলশী ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। আহত আরও দুজনের নাম জানা যায়নি।
খুলশী থানার ওসি শাহীনুর জামান জানান, ঘটনার বিষয়ে আয়োজকদের সঙ্গে কথা বলা হচ্ছে। সিএমপি মুখপাত্র শ্রীমা চাকমা বলেন, “ওই অনুষ্ঠানের কনসার্ট করার অনুমতি ছিল না, শুধু গ্রাহকদের সঙ্গে গেট টুগেদারের অনুমতি দেওয়া হয়েছিল। বিশৃঙ্খলার পর পুলিশ গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
