
পেকুয়ায় ওসির বাড়ি থেকে গরু লুট
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ওসির বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল।ঘটনাটি ঘটেছে গতকাল (২ মার্চ) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৮নম্বরওয়ার্ডের চডাপাডা সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন মাষ্টার আহমদ কবির তথা চট্টগ্রামের চকবাজার থানায় কর্মর ওসিজাহেদুল কবিরের গ্রামের বাড়িতেওসি জাহেদুল কবিরের ভাই রাশেদুল কবির জানান, রবিবার দিবাগত রাত ১ টা১৫ মিনিটের সময় একদল ডাকাত হঠাৎ করেকয়েক রাউন্ড গুলি করে।এতে আমরা তাদেরকে ধাওয়া করতে চেষ্টা করি।কিন্তু ডাকাত দলের অস্ত্রের মুখে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নিএক পর্যায়ে গুলি করে মিনি পিকআপ দিয়ে আমার গৃহপালিত ৩ টি গরু লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে আমরা আইনগনত ব্যবস্থা নেব।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহেদুল ইসলাম